Header Ads

Vivo V20 Bangla Review , Vivo V20 Price in Bangladesh, Taza Trick

 

আসসালামু আলাইকুম।

কেমন আছেন সবাই?

আশা করি সবাই ভালো আছেন।

আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব Vivo V20 নিয়ে।


ভিভো তাদের ভি সিরিজ এর ফোন গুলোতে নতুনত্ব আনার চেষ্টা করছেন যা খুব ভালো একটা ব্যাপার।

ফোনটি বাংলাদেশের মার্কেটে দুইটা কালার ভেরিয়েন্ট এ লঞ্চ করা হয়েছে একটি হচ্ছে সানরাইজ মেলোডি এবং আরেকটি হচ্ছে মিডনাইট।ফোনটি অফিসিয়ালি রিলিজ করা হয় October, 2020।ফোনটির বাংলাদেশী অফিসিয়ালি মূল্য ৩২৯৯০ টাকা।

ভিভো তাদের ভি সিরিজে অনেকটা আপডেট করছে যা এই ফোনটি তার উদাহরণ।ফোনটি হাতে নিলে খুবই সলিড ফিল আসে ফোনটা ছিল সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের। ফোনটির পিছনে যে ম্যাট ফিনিশ টা দেওয়া হয়েছে যা খুবই অসাধারণ। ফোনটি হাতে নিলে প্রিমিয়াম ফিল হয়।

তো চলুন দেখে নিই,

Vivo V20 তে কি কি থাকছে? 

এই  ফোনের মূল বৈশিষ্ট্য গুলো হলো, 


Display: 6.44" AMOLED Display


Memory:  8 GB RAM + 128GB ROM


Prosessor: Qualcomm SM7125 Snapdragon 720G (8 nm), Octa-core (2x2.3 GHz), Adreno 618


Camera:

Primary camera: 64MP+8MP+2MP

Secondary Camera: 44MP


Battery: 4000 mAh Li-Polymer Battery (non-removable)


Version: Android Version 11


Weight: 171 gm


এখন আসি বিস্তারিত আলোচনায়,


Display:

এখানে বড় মাপের 6.44" ইঞ্চি 1080 x 2400 পিক্সেল এর ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।যা পাবজি এবং ফ্রী ফায়ার খেলার জন্য খুব সুবিধাজনক।


Memory:

ফোনটিতে রয়েছে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি রম। আসলে ৮ জিবি র‍্যাম এর সাথে ১২৮ জিবি রম পারফেক্ট কম্বিনেশন হয়েছে।


Camera:

ফোনটির প্রাইমারি ক্যামেরা হলো ট্রিপল ক্যামেরা ৬৪+৮+২ মেগাপিক্সেলের। ফোনটির সেকেন্ডারি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে ৪৪ মেগাপিক্সেলের ক্যামেরা।ফোনটি দিয়ে 4K ভিডিও এবং  1080 মেগাপিক্সেলে 30 বা 60fpsএ  ভিডিও রেকর্ড করা যাবে।


Battery:

ফোনকে কন্ট্রোল করার জন্য ৪০০০ এম্পিয়ার এর লিথিয়াম-পলিমার ব্যাটারি ব্যবহার করা হয়েছে।এছাড়াও ৩৩ ওয়াট এর ফাস্ট চার্জিং সিস্টেম রয়েছে।যেটা দিয়ে সম্পূর্ণ ফুল চার্জ হতে সময় নিবে মাত্র ৫০ -৬০মিনিট।ব্যাটারিটি  ফোনটির সাথে এডজাস্ট করা মানে নন রিমোভেবল।ফোন হিসেবে কমপক্ষে ৫০০০ এম্পিয়ার এর ব্যাটারি  ব্যবহার করা দরকার ছিল।


Prosessor:

ফোনটিতে রয়েছে Snapdragon 720G (8 nm) Octa-core (2x2.3 GHz), Adreno 618 প্রসেসর। যা আপনার ফোনকে ভালো পারফরমেন্স দিতে সাহায্য করবে। এই বাজেটে ভালো একটি প্রসেসর।


Security:

ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে। এছাড়াও রয়েছে ফেস আনলক সিস্টেম।


Gaming:

আপনি এই ফোনটিতে যেকোনো মোবাইল গেম খুব ভালো ভাবেই খেলতে পারবেন। Free Fire Ultra Graphics এবং PUBG

Ultra Graphics এ একদম স্মুথলি খেলতে পারবেন।


ফোনটির অন্যান্য ফিচার গুলো হলো,


  • ফোনটিতে ব্যবহার করা হয়েছে বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় এবং আপডেট অ্যান্ড্রয়েড ভার্সন ১১।
  • ২ টা ন্যানো সিম কার্ড ব্যবহার করা যাবে।
  • ফোনটিতে ২জি, ৩ জি এবং ৪জি কাজ করবে।
  • ফোনটির মোট ওজন ১৭১ গ্রাম।
  • ফোনটা রয়েছে USB 2.0 with Type-C Go on
  • ফোনটিতে Bluetooth ভার্সন ৫.১ ব্যবহার হয়েছে।
  • OTG সাপোর্টেড।
  • ৩৩ ওয়াট এর ফাস্ট চার্জিং সিষ্টেম ও আছে।
  • HTML সাপোর্টেড ব্রাউজার।

এবং আরো অনেক ফিচার।


ব্যক্তিগত মতামত,

এমনিতে ফোনটা বেশ ভালো। সবকিছু প্রয়োজন মতোই দেওয়া হয়েছে। কিন্তু এই বাজেটে ৫০০০ এম্পিয়ার এর ব্যাটারি

ব্যবহার করা দরকার ছিল। ব্যাটারি ৪০০০

এম্পিয়ার এর হওয়ায় ব্যাটারি ব্যাকআপ একটু কম পাবেন।বাজেটের মধ্যে ভালো মানের একটি আপডেট ফোন।এক কথায় ফোনটি অসাধারণ।


No comments

Powered by Blogger.