Header Ads

রবি ও এয়ারটেল সিমের শর্টকাট USSD CODE. Taza Trick

Thumbnails



 রবি ও এয়ারটেল সিমের শর্টকাট USSD CODE.

হাই বন্ধুরা কেমন আছেন আপনারা,আশা করি সবাই ভালো অাছেন।কারণ আমি সজিব প্রতিদিন/সপ্তাহে  নতুন  নতুন  ট্রিক নিয়ে আপনাদের সামনে হাজির হই এই  তাজা ট্রিক ব্লগ সাইটে। আপনাদের জীবনকে সহজ ও সুন্দর করতে। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি ট্রিক নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকের ট্রিক টি হলো "কিভাবে খুব সহজে রবি বা এয়ারটেল সিমের নাম্বার দেখবেন।" শুধু মাত্র নাম্বার নয় এছাড়াও বিভিন্ন প্রয়োজনীয় কিছু শর্টকাট ইউ এস এস ডি কোড নিয়ে হাজির হয়েছি। যা দিয়ে খুব সহজে আপনারা সবাই ইন্টারনেট ব্যালেন্স চেক করতে পারবে। আমাদের অনেকের রবি নাম্বার এবং ইন্টারনেট ব্যালেন্স দেখতে অসুবিধায় পড়তে হয়। এই সব অসুবিধা দূর করতেই আজকে আমার এই ট্রিক।তো চলুন আর কথা না বাড়িয়ে কাজের কথায় চলে আসি। তো আপনার মোবাইলের ডায়াল পেড থেকে ডায়াল  করুন আপনার প্রয়োজনীয় ইউ এস এস ডি কোড।কোড গুলো হলো এই-


♦️ব্যালেন্স চেক করতে: *১#

♦️নাম্বার চেক করতে: *২#

♦️ডাটা ব্যালেন্স চেক করতে: *৩#

♦️ডাটা অফার দেখতে এবং ক্রয় করতে: *৪#

♦️ইন্টারনেট সেটিং এর জন্য: *৫#

♦️কাস্টোমার প্যাকেজ: *৬#  

এই ইউ এস এস ডি  কোড গুলো ব্যবহার করে খুব সহজে আপনার প্রয়োজনীয় জিনিস গুলো চেক করতে পারবেন।তো আজকে এই পর্যন্তই। আগামীকাল/আগামী সপ্তাহে দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে।এই বিষয়ে কোনো মন্তব্য থাকলে মন্তব্য করুন কমেন্ট বক্সে। প্রতিদিন নতুন নতুন ট্রিক আপনাদের ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন। পোস্টটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। আপনার জীবনকে সহজ ও সুন্দর করতেই আমাদের এই সাইটের যাত্রা। প্রতিদিন নতুন নতুন ট্রিক জানতে এবং আপনার জীবনকে সহজ করতে আমাদের সাইটের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন ধন্যবাদ।

3 comments:

Powered by Blogger.