Header Ads

সহজে HTML শিখুন। সূচনা পর্ব

Part 1



হাই বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন।কারন তাজা ট্রিক ব্লগ সাইটের সাথে থাকলে সবাই ভালো থাকে।
আজ থেকে আমি শুরু করে দিলাম বাংলাতে HTML শেখার টিউটোরিয়াল।
এই কোর্স টি মুলত যারা HTML শিখতে চান তাদের জন্য।HTML শেখা কোনো সময় নষ্ট করা না।চাইলে আপনারা সবাই এই কোর্সটি করতে পারেন। আমার মনে হয় কিছুটা হলেও আপনাদের HTML শেখাতে পারবো। আমি এখানে নিজের ভাষায় সবকিছু উপস্থাপন করার চেষ্টা করবো।
নিচের সুচিপত্র অনুযায়ী HTML কোর্সটি হবে। এখানে আমি মোট ১০ টি পর্বে শিখিয়ে দেবো HTML।
কোর্স সুচিপত্রঃ-
                      ১ম পর্ব:-
HTML Introduction
HTML Editors
HTML Basic
                     ২য় পর্ব:-
HTML Elements
HTML Attribute
HTML Heading
                    ৩য় পর্ব:-
HTML Paragraphs
HTML Style
HTML Text Formatting
                   ৪র্থ পর্ব:-
HTML Quotation
 HTML Computer Code
HTML Comments
                  ৫ম পর্ব:-
HTML Colors
HTML CSS
HTML Links
                ৬ষ্ঠ পর্ব:-
HTML Image
HTML Table
HTML List
                ৭ম পর্ব:-
HTML Layout
HTML Responsive
HTML Iframes
                ৮ম পর্ব:-
HTML Javascript
HTML Head
HTML Forms
                ৯ম পর্ব:-
HTML Forms Elements
HTML Input Types
HTML Input Attributes
               ১০ম পর্ব:-
Web page design


এখানে প্রতি পর্বে কিছু এক্সারসাইজ পাবেন। যেগুলোর মাধ্যমে আপনি নিজেকে যাচাই করতে পারবেন।
HTML  এর পূর্ণরূপ :
Hyper text Markup Language
এটা কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না মার্কাপ ল্যাঙ্গুয়েজ। HTML এর মাধ্যমে আপনি খুব সহজেই ওয়েব সাইট ডিজাইন করতে পারবেন। এটা দিয়ে একটি সাইটের মূল কাঠামো তৈরি করা হয়। এই HTML হল প্রযুক্তি জগতের সব থেকে সহজ এবং শক্তিশালী একটা ভাষা।
তো, চলুন শুরু করে দেই  “ সহজে HTML শিখুন”।

এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে HTML শিখতে গেলে কি কি প্রয়োজন হবে?
উঃ যা প্রয়োজন হবে তা হলো-
(১) ইচ্ছাশক্তি।
(২) ধৈর্য।
(৩)জানার আগ্রহ।
(৪) একটি এন্ড্রোয়েড মোবাইল অথবা একটি কম্পিউটার।
(৫) এন্ড্রোয়েড সফ্টওয়্যার।
এর বেশি কিছু দরকার নেই।
প্রশ্নঃ কোড কোথায় লিখবো?
উঃ হ্যাঁ, যদি আপনার এন্ড্রোয়েড ফোন হয় তাহলে গুগল প্লে-স্টোরে গিয়ে সার্চ করুন " WebMasterLite বা QuickEdit" লিখে। যে এপটি পছন্দ হয় ডাউনলোড করে নিন।আর,কোড লেখার পরে সেটা সেভ করে নিন যেকোনো নাম ধরুন Example.html দিয়ে। অবশ্যই নামের শেষে .html বা .htm দিতে হবে। দেখতে কেমন হয়েছে সেজন্য যেকোনো ব্রাউজারে .html ফাইলটি ওপেন করুন। আপনার ফোনে যে ব্রাউজার আছে সেটা তেই হবে। কম্পিউটারে শিখতে শুধু একটা ব্রাউজার থাকলেই হবে। কম্পিউটারে কোড লেখার জন্য রয়েছে নোটপ্যাড।
তাহলে, সবকিছু রেডি করে ফেলুন।প্রতিদিন একটি একটি করে পর্ব দিব।তো আজকে এই পর্যন্তই। আগামীকাল দেখা হবে প্রথম পর্ব নিয়ে।এই বিষয়ে কোনো মন্তব্য থাকলে মন্তব্য করুন কমেন্ট বক্সে। প্রতিদিন নতুন নতুন ট্রিক আপনাদের ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন। পোস্টটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। আপনার জীবনকে সহজ ও সুন্দর করতেই আমাদের এই তাজা ট্রিক ব্লগ সাইটের যাত্রা। প্রতিদিন নতুন নতুন ট্রিক জানতে এবং আপনার জীবনকে সহজ করতে আমাদের সাইটের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন ধন্যবাদ।

No comments

Powered by Blogger.